আন্তর্জাতিক ডেস্ক : সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে এবার কূটনৈতিক লড়াইয়ের পথে পাকিস্তান৷ ১৯৬০ সালের এই চুক্তি লঙ্ঘন করা হলে আন্তর্জাতিক আদালতে যাবে বলে জানিয়ে দিলেন, পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রণালয়ের উপদেষ্টা সরতাজ আজিজ৷ পাক সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে তিনি জানান, চুক্তি অনুসারে ভারত কখনই একতরফা সরে যেতে পারেনা৷ এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী৷ একইসঙ্গে তিনি জানান, কার্গিল ও সিয়াচিন সংঘর্ষের সময়েও সিন্ধু জলবন্টন চুক্তিতে প্রভাব পড়েনি৷
সিন্ধু জল চুক্তি সম্পন্ন হয়েছিল ১৯৬০ সালে৷ করাচিতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন৷ চুক্তির তৃতীয়পক্ষ বিশ্বব্যাঙ্ক৷ চুক্তি অনুসারে ভারত সিন্ধুনদ সহ ঝিলম, চেনাব, সুতলেজ, বিপাশা ও রাভি নদীর ৮০ শতাংশ পানি পাকিস্তানকে দিতে সম্মতি জানায়৷ একত্রে একেই বলা হয় সিন্ধু জলবন্টন চুক্তি৷
জম্মু-কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে জঙ্গি হামলার পর থেকেই নয়াদিল্লি-ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্ক খুবই উত্তপ্ত হয়ে রয়েছে৷ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কূটনৈতিক চাপে রাখার পাশাপাশি সিন্ধু জলবন্টন চুক্তি নিয়েও আলোচনা পর্যালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আলোচনায় নদ-নদীগুলির পানি যতটা (২০ শতাংশ) ভারতের অধীনে থাকার কথা৷ সেই পানি ধরে রাখতে নতুন করে পরিকাঠামো তৈরিতে নজর দিচ্ছে দিল্লি৷
বিভিন্ন মহল থেকে সিন্ধু চুক্তি বাতিল করার দাবি উঠলেও বিশেষজ্ঞদের অভিমত এখনই সেই পথে যাবে না ভারত৷ এতে আন্তর্জাতিক ক্ষেত্রে নয়াদিল্লির অবস্থান নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে৷ কারণ ভারত যদি সিন্ধু চুক্তি বাতিল করে৷ তাহলে পাকিস্তানের পক্ষে সমূহ বিপদ৷ সিন্ধুনদ সহ বাকি পাঁচটি নদীর পানি দিয়েই কার্যত পাকিস্তানের সেচ ব্যবস্থা চলে৷ চুক্তি বাতিল হলে ভেঙে পড়বে পাকিস্তানের কৃষি ব্যবস্থা৷ এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ কাশ্মীর ও সন্ত্রাসবাদ ইস্যুতে লাগাতার বিব্রত হতে থাকা পাকিস্তান সিন্ধু চুক্তির শর্তকে আঁকড়ে ধরে ভারতকে বেগ দেয়ার পথ খুঁজছে৷-কলকাতা২৪
২৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই