আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বন্দ্বে পাকিস্তানের পাশে নেই তারা। একথা আগেই জানিয়েছিল চীন। এবার ইসলামাবাদের অস্বস্তি বাড়িয়ে ভারতের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে বসল চীন। সন্ত্রাস রুখতে এই প্রথম ভারত-চীন উচ্চ পর্যায়ের বৈঠক হল। বৈঠকে নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এনিয়ে নীতিগতভাবে দু’দেশের প্রতিনিধিরা একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যে আসতে পেরেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
ভারত-চীন দু’তরফেই আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের মতামত জানিয়েছে। ভারতের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন জয়েন্ট ইনটেলিজেন্স কমিটির চেয়ারম্যান আর এন রবি। চীনের সেন্ট্রাল পলিটিক্যাল অ্যান্ড লিগাল অ্যাফেয়ার্স কমিশনের সেক্রেটারি জেনেরাল ওয়াং ইয়ংকুইং ছিলেন এই বৈঠকে।
ভারতীয় দূতাবাসের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ রুখতে দিল্লি ও বেজিং কী ধরনের পদ্ধতি বা কৌশল নিয়েছে তা আলোচনা হয়েছে এই বৈঠকে। পাশাপাশি সন্ত্রাসবাদের মত উদ্বেগপূর্ণ বিষয়গুলিতে দু’দেশের বোঝাপড়া বাড়ানো নিয়েও কথা হয়েছে।
ভারতীয় দূতাবাসের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে দু’দেশের মধ্যে খুব গভীরে আলোচনা হয়েছে এবং তা নিয়ে ঐকমত্যে আসতে পেরেছেন দিল্লি ও বেজিংয়ের কর্মকর্তারা।
২৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি