আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের উরিতে জঙ্গি হামলায় আরও স্পষ্ট হল পাকিস্তান যোগের প্রমাণ। নিহতদের মধ্যে এক জঙ্গিকে চিহ্নিত করা গেছে। ওই জঙ্গির নাম হাফিজ় আহমেদ। সে পাকিস্তানের মুজাফ্ফরাবাদের বাসিন্দা। ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর পাকিস্তানী হাইকমিশনার আবদুল বসিতকে সমন করে এই তথ্য হাতে তুলে দেন। জানানো হয়েছে, জঙ্গিদের সাহায্য করতে গাইডের কাজ করা দু’জনকে কাশ্মিরের স্থানীয় গ্রামবাসী প্রথমে ধরে। ধৃতেরা এখন পুলিশি হেপাজতে রয়েছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইট বার্তায় জানান, চিহ্নিত মৃত পাক জঙ্গি হাফিজ় আহমেদের বাড়ি পাকিস্তানের মুজাফ্ফারাবাদের ধারবাংয়ে। ধৃত দুই উরি হামলার গাইডের নাম ইয়াসিন খুরশিদ আওয়ান ও ফয়জ়ল হাসান আওয়ান। বছর ১৯-এর ইয়াসিনের বাড়ি মুজাফ্ফারাবাদের খিলিয়ানাকালানে। বাবার নাম মোহাম্মদ খুরশিদ। ফয়জল হাসান আওয়ান(২০)-এর বাড়িও মুজাফ্ফারাবাদে।
প্রসঙ্গত, উরি হামলার পরে এই নিয়ে দ্বিতীয়বার পাক হাইকমিশনার আবদুল বসিতকে সমন পাঠালেন ভারতের পররাষ্ট্র সচিব। এর আগে, চলতি মাসের ২১ তারিখে উরি হামলায় পাকিস্তানি জঙ্গি তৎপরতা নিয়ে প্রথম সমন পাঠান ভারতের পররাষ্ট্র সচিব। এমনকী, GPS সূত্রে পাওয়া তথ্যে জঙ্গিদের সঙ্গে পাক যোগের তথ্যও আবদুল বসিতকে দিয়েছেন জয়শঙ্কর।
২৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি