আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার পিটিশনে সই করলেন এক লাখের বেশি মার্কিন নাগরিক। কাশ্মিরে উরিতে জঙ্গি হামলার পর পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার জন্য মার্কিন কংগ্রেসে বিল আনেন দুই সদস্য টেড পো ও ডানা রোরাবাচের।
আর এই বিলটিকে হোয়াইট হাউজ়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রকাশ করা হয়। সেখানে ইতিমধ্যেই এক লাখ ১০ হাজার মার্কিন নাগরিক বিলটির সমর্থনে সই করেছেন বলে জানানো হয়।
বিভিন্ন বিষয়ে মার্কিন নাগরিকদের মনোভাব বুঝতে প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে “উই দ্য পিপল” নামে অনলাইনে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। নাগরিকরা যাতে নির্দিষ্ট বিষয় প্রেসিডেন্টের সামনে তুলে ধরতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ওয়েবসাইটটিতে গত ২১ সেপ্টেম্বর পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পিটিশনটি আপলোড করা হয়। পিটিশনটি উল্লেখ করা হয়েছে যে এটি অ্যামেরিকা, ভারত সহ সেই সমস্ত দেশগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
২১ সেপ্টেম্বর আপলোড হওয়ার ছ’দিনের মধ্যেই ১ লাখ ১০ হাজার মানুষ সেই প্রস্তাবের পক্ষে সই করেছেন। এর আগে ডাকোটা অ্যাক্সেস পাইপলাইনের কাজ বন্ধ রাখার পিটিশনে সই করেছিলেন সর্বাধিক ২ লাখ ১০ হাজার মানুষ। এদিকে এই বিষয়ে আগামী দু’মাসের মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানা গেছে।
২৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি