আন্তর্জাতিক ডেস্ক : চোখের সামনে ছোটোবেলার বন্ধুকে দুর্ঘটনা মরতে দেখে আত্মঘাতী হলেন এক যুবক। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার কুকাটপল্লির মুশাপেটে। মৃত দুই যুবকের নাম জি হরিকৃষ্ণান ও কে রমেশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র হরিকৃষ্ণানের সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে ছিলেন রমেশ। মুশাপেটের কাছে একটি ট্রাক এসে বাইকের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় হরিকৃষ্ণানের। কোনওরকমে রক্ষা পেয়ে যান রমেশ।
কিন্তু, দুর্ঘটনা থেকে প্রাণ বাঁচলেও ছোটোবেলার বন্ধুকে এইভাবে চোখের সামনে মরতে দেখে কোনওভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি। তাই দুর্ঘটনাস্থলের নিকটবর্তী ভারতনগরে এলাকায় গিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন বেসরকারি একটি ফার্মে কর্মরত এই যুবক। নিমিষেই মৃত্যু হয় তাঁর।
জানা গেছে, দুই যুবকের বাড়ি অন্ধপ্রদেশের গুন্টুর জেলায়। কুকাটপল্লির একটি হস্টেলে থাকতেন তাঁরা। কিছুদিন আগেই মালয়েশিয়া থেকে ফিরেছিলেন হরিকৃষ্ণান।
এই ঘটনার আকস্মিকতায় ভাষা হারিয়েছেন দু’জনের পরিবারের সদস্যরা। তবে প্রতিবেশীরা বলছেন, ছোটোবেলা থেকে হরিহর আত্মা ছিলেন দুই বন্ধু। মৃত্যুও শেষপর্যন্ত আলাদা করতে পারল না তাঁদের।
২৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম