বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৩৭:২৮

পাকিস্তান ছেড়ে অন্য দেশে হতে পারে সার্কের বৈঠক

পাকিস্তান ছেড়ে অন্য দেশে হতে পারে সার্কের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক কূটনীতিতে ফের বিপদের মুখে পাকিস্তান৷ সে দেশে অনুষ্ঠিত হতে চলা সার্কের আসন্ন শীর্ষ সম্মেলনটি সরিয়ে নেয়া হচ্ছে৷ পাকিস্তানের বদলে অন্য কোনো সদস্য দেশের রাজধানীতেই হবে বৈঠক৷ এমনই অবস্থান নিতে চলেছে সার্কের ‘চেয়ার’ পদমর্যাদার দেশ নেপাল৷ অতি উচ্চ পর্যায়ের বৈঠকের পর নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড পাকিস্তানকে ছেড়ে অন্য কোনো দেশে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজন করার ইচ্ছে জানিয়েছেন৷ সেক্ষেত্রে সার্কের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা হতে চলেছে৷

লাগাতার সন্ত্রাসবাদকে মদত দেয়া ও নাশকতা ছড়ানোর অভিযোগে পাকিস্তানে হতে চলা সার্ক সম্মেলন বয়কট করেছে ভারত৷ একই অবস্থান নিয়েছে ভুটান, বাংলাদেশ, আফগানিস্তান৷ সার্কের অন্য সদস্যরা যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এখনো অবস্থান জানায়নি৷ এদিকে সার্কের চারটি দেশ সম্মেলন বয়কট করায় বৈঠক হওয়া নিয়েই অস্থিরতা তৈরি হয়েছে৷ কূটনৈতিক মহলের ধারণা ইসলামাবাদে সার্কের বৈঠক বাতিল হচ্ছেই৷ ফলে বিপাকে পড়ে এই গোষ্ঠীর ‘চেয়ার’ পদে থাকা নেপাল৷

কাঠমান্ডুতে সার্ক সংক্রান্ত বিশেষ বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহাল (প্রচণ্ড)৷ নেপালের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছে, পরিস্থিতি সামাল দিতে পূর্বনির্ধারিত সম্মেলনস্থল ইসলামাবাদ থেকে সরিয়ে নেয়া হতে পারে সার্কের বৈঠক৷ গত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কাঠমাণ্ডুতে৷ সেখানে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে সৌহার্দ্য স্থাপনে ভূমিকা নিয়েছিলেন নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা (প্রয়াত)৷-কলকাতা২৪
২৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে