বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৪০:০৭

বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ শতাধিক

বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক গ্রামবাসী।  জ্বর, বমি, রক্ত আমাশয় নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত খারুল এলাকার বাসিন্দারা।  

মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  ঘটনাস্থলে মেডিক্যাল টিমের পাশাপাশি স্থানীয় থানার পুলিশ ও ব্লক প্রশাসন কাজ করছে বলে কলকাতা২৪ সূত্রে জানা গেছে।

খাবার খেয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা সফিয়া বিবি, নুরবানু বিবি জানান, গ্রামেই একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল।  রাতে নিমন্ত্রণ খেয়ে আসার কিছু পর থেকেই জ্বর, পেটব্যথা, বমি, রক্ত আমাশয় শুরু হয়।  

একই অবস্থা গ্রামের শতাধিক মানুষের।  এলাকাজুড়ে চরম উত্তেজনায় ছুটে আসে হিলি থানার পুলিশ এবং স্থানীয় ব্লক কর্মকর্তা।  রাতেই পুলিশের ভ্যানে চাপিয়ে অসুস্থদের নিয়ে যাওয়ার কাজ চলে।

কিছু অসুস্থ গ্রামবাসীর চিকিৎসা গ্রামে চললেও হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৭৫ জন আক্রান্তকে।  

হিলি স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও এ মুহূর্তে ভর্তি রয়েছেন ৩০ জনের ওপর।

এছাড়া বালুরঘাট জেলা হাসপাতালে কয়েকজনকে রেফার করা হয়েছে।  এখনো পর্যন্ত জ্বর, পেটব্যথা বমি, রক্ত আমাশয়ের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে ওই গ্রামের রোগীরা।

দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা সুকুমার দে বলেন, রাতেই ওই গ্রামে মেডিক্যাল টিম পৌঁছেছে।  কিছু হাসপাতালে ভর্তি থাকলেও বাকিদের গ্রামে রেখেই চিকিৎসা চলছে।

খাবারে বিষক্রিয়া থেকেই গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা।  পরিস্থিতির ওপর জেলা স্বাস্থ্য বিভাগের নজর রয়েছে বলে জানান মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা।
২৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে