বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:০১:১১

ধেয়ে আসছে দাবানল, ঘর ছাড়ছে হাজার হাজার মানুষ

ধেয়ে আসছে দাবানল, ঘর ছাড়ছে হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : প্রকৃতির দানব ফের জেগে উঠেছে৷ সবদিক জ্বালিয়ে পুড়িয়ে খাড়খাড় করে দেবে।  প্রাণভয়ে সেই দাবানলের ভয়ে দূরে সরে যাচ্ছেন হাজার হাজার মানুষ৷

দানবের উগরে দেয়া ধোঁয়া ও ছাইতে দম আটকে আসছে৷ জেগে উঠেছে ইন্দোনেশিয়ার মাউন্ট বারুজারি আগ্নেয়গিরি৷ চিন্তিত সেদেশের সরকার৷

কলকাতা24-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার লোমবার্ক দ্বীপে বিভিন্ন দেশে থেকে পর্যটকরা যান৷ দ্বীপের অন্যতম আকর্ষণ বারুজারি আগ্নেয়গিরি জ্বালামুখ দর্শন৷

হঠাৎ সেই মুখ দিয়ে প্রবল বেগে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়ায়৷ তড়িঘড়ি হাজারের বেশি পর্যটককে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷

ইন্দোনেশিয়া সরকারের বিপর্যয় মোকাবেলা বিভাগের মুখপাত্র সুতোপো পুরাও নুগরোহো জানিয়েছেন, অন্তত ৪০০ পর্যটক মাউন্ট বারুজারির শীর্ষে ওঠার জন্য নাম লিখিয়েছিলেন৷

ভয়ঙ্কর বিপদের হাত থেকে তারা বেঁচে গেছেন। আগ্নেয়গিরির ধোঁয়া ও ছাইয়ের দাপটে বালি দ্বীপের বিমানবন্দর সাময়িকভাবে বিপর্যস্ত৷ পিছিয়ে গেছে বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় বিমানের সিডিউল।  আটকা পড়েছেন পর্যটকরা৷
২৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে