বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:০৯:১৩

কাশ্মীরের অবস্থা স্বাভাবিক করতে সেনাবাহিনীর ‘জাদু কি ঝাপ্পি’!

কাশ্মীরের অবস্থা স্বাভাবিক করতে সেনাবাহিনীর ‘জাদু কি ঝাপ্পি’!

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরকে শান্ত করতে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর জুড়ে চালাচ্ছে ‘অপারেশন কাম ডাউন’। আর তার পাশাপাশি, এবার কাশ্মীরকে স্বাভাবিক করতে অভিনব উদ্যোগ নিল সেনাবাহিনী। অস্ত্র কিংবা রক্তচক্ষু সরিয়ে রেখে কাশ্মীরের হাওয়ায় প্রাণ ফেরাতে ‘জাদু কি ঝাপ্পি’ দিচ্ছে সেনাবাহিনী। গত প্রায় তিন মাস ধরে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা কাশ্মীর জুড়ে। জরুরী অবস্তার কারণে কার্যত অচল হয়েছে পড়েছে কাশ্মীরের জন জীবন। তাই আত্মবিশ্বাস ফেরাতে এই পন্থাই বেঁচে নিলেন কর্নেল ধর্মেন্দ্র যাদব।

কাশ্মীরের সবথেকে স্পর্শকাতর এলাকা অনন্তনাগে দায়িত্বে রয়েছেন কর্নেল ধর্মেন্দ্র যাদব। নিজের জিপ নিয়ে তিনি বেরিয়ে পড়ছেন এলাকায়। কথা বলছেন স্থানীয় মানুষের সঙ্গে। বিশেষ করে এলাকার শিশুদের সঙ্গে মেলামেশা করছেন তিনি। এলাকার এক শিক্ষক গোলাম মইনুদ্দিন বলেন, ‘বেশ কিছুটা হলেও শৃঙ্খলা ফিরিয়েছে সেনাবাহিনী।’ এলাকার মানুষের কাছে বিশেষ পরিচিত কর্নেল ও তার দলের জওয়ানেরা। এলাকার শিশুদের এক অস্থায়ী স্কুলে পড়াতে মইনুদ্দিনকে উৎসাহ দিয়েছে জওয়ানেরাই। আর যাতে তাদের পড়াশোনায় কোনো ক্ষতি না হয়, সেদিকেও নজর দিয়েছে সেনাবাহিনী।

এলাকার মানুষের সঙ্গে দেখা হলেই হাসিমুখে আলিঙ্গন করেন তিনি। আর একে বলেন ‘জাদু কি ঝাপ্পি’। বামদুরা গ্রাম, যেখানে বুরহান ওয়ানি ও তার দুই সঙ্গীকে মারা হয়, সেই গ্রামের পরিস্থিতি ফেরাতে দায়িত্ব দেয়া হয়েছে একদল তরুণ জওয়ানকে। আর তাদের নেতৃত্বেই রয়েছেন কর্নেল ধর্মেন্দ্র যাদব। তবে এনকাউন্টার নিয়ে মুখ খোলেননি তিনি। জানিয়েছে, ‘এটা আমার ডিউটি। অভিযান নিয়ে কোনো বিবৃতি দেব না। আমার এবং আমার দলের জন্য এই বিষয়টা শেষ হয়ে গিয়েছে।
২৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে