আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক গাড়ির মালিক গাড়ি ভুল জায়গায় পার্ক করে ড্রাইভিং সিটে লাগিয়ে রেখেছিলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছবি। তবু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত পুলিশ ট্রাম্পের সেই ছবি দেখে ভয় পাননি উল্টো তাকে ১৩৬ ডলার জরিমানা করেছেন।
আলাবামার স্টেট রুট ১৬৭ এর একটি রাস্তায় মঙ্গলবার পুলিশ এই গাড়ি থামিয়ে চালককে বলেন, ট্রাম্পের ছবিটি চমৎকার হয়েছে।
তার পরেই আইন অমান্য করার অপরাধে তার হাতে ১৩৬ ডলারের একটি জরিমানার টিকিট ধরিয়ে দেন।
তবে ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত প্ল্যাকার্ডটি তিনি চালককে রাখতে দেন। ছবিটি নিয়ে চালক ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানাচ্ছিলেন নাকি তার জন্য প্রচারণায় নেমেছিলেন তা অবশ্য জানা যায়নি। -এনডিটিভি
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএ