আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ৩৯ জন নারীকে আইন পেশা চর্চার অনুমতি দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। এর ফলে দেশটি নারী আইনজীবীর সংখ্যা দাঁড়ালো ১০২ এ।
বিচার মন্ত্রণালয় সূত্রের বরাতে সৌদি গেজেট জানিয়েছে, দেশটিতে সরকারি অনুমতি প্রাপ্ত আইনজীবী রয়েছে তিন হাজার ৮৪৪ জন।
সৌদির আইন চর্চা বিষয়ক অধিদফতরের পরিদফতরের হিসাব অনুযায়ী এবার ৫১২ জনকে আইন পেশা চর্চার অনুমতি দেয়া হয়েছে। এবারই সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তিকে অনুমতি দেয়া হলো। গত বছর ২২৫ জনকে অনুমতি দেয়া হয়েছিল।
সৌদিতে কাউকে আইন ব্যবসায়ের অনুমতি দেয়ার আগে বিচারক মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ নিতে হয়। এবার পাঁচ হাজার ১৬৪ জন প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে চার হাজার চারশ' জন পুরুষ এবং ৭৬৪ জন নারী।
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএ