বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৪৯:৩৮

ভারতীয় সেনাদের অপারেশন, ৪ ঘন্টায় নিহত ৩৮ জঙ্গি ও দুই পাক সেনা

ভারতীয় সেনাদের অপারেশন, ৪ ঘন্টায় নিহত ৩৮ জঙ্গি ও দুই পাক সেনা

আন্তর্জাতি ডেস্ক : ১৮ সেপ্টেম্বর ভোর। ভারতের উরির সেনা ছাউনিতে কয়েক ঘণ্টার মধ্যে নিহত হলো ১৯ জন সেনা জওয়ান। পাক জঙ্গিদের হামলায় ভারতীয় সেনার এই পরিণতি মানতে পারেনি দেশ। একটা শুধুমাত্র কূটনীতি নয় একটা উচিৎ জবাব দেয়ার জন্য বারবার চাপ বেড়েছে মোদি সরকারের।

দফায় দফায় বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদি, অজিত দোভাল, রাজনাথ সিং-রা। সেনা আফিসারদের সঙ্গেও চলেছে একের পর এক আলোচনা। কিন্তু, ভারত ঠিক কোন পথে এগোতে চলেছে তা প্রকাশ করা হয়নি। অবশেষে বুধবার মধ্যরাতে, গোতা দেশ যখন ঘুমিয়ে তখন শত্রুদের ঘাঁটিতে হামলা চালিয়ে হত্যা করে এলো সেনাবাহিনী। সূর্যোদয়ের আগেই পড়ে গেল জঙ্গিদের লাশ। ৪ ঘন্টার অপারেশনে নিহত হলো ৩৮ জন জঙ্গি।

ঠিক কিভাবে হলো এই সেনা অভিযান?

১. বুধবার রাতে ১২টা ৩০ মিনিটে শুরু হয় অভিযান। স্পেশাল ফোর্সের প্যারাট্রুপারদের পাঠানো হয় এই অভিযানে।

২. কমান্ডোদের আকাশ থেকে নামিয়ে দেয়া হয় LoC তে। সেখান থেকেই তারা ঢুকে যায় পাক সীমান্ত পার করে।

৩. সেনা সূত্রে জানা গিয়েছে, ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাতে পাকিস্তানের ভিতরে তিন কিলোমিটার পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী।

৪. রিপোর্ট অনুসারে, পাকিস্তানের ভিমবের, হটস্প্রিং, কেল ও লিপা সেক্টরে চালানো হয়েছে এই অভিযান।

৫. সীমান্ত থেকে ঠিক ২ কিলোমিটার দূরে ছিল টার্গেট লোকেশন।

৬. এই সার্জিক্যাল স্ট্রাইকে ধ্বংস করে করা হয়েছে ৭টি জঙ্গি ঘাঁটি।

৭. এই অপারেশনে মৃত্যু হয়েছে ৩৮ জন জঙ্গি ও ২ পাক সেনা জওয়ানের। ভারতীয় সেনাবাহিনীর কেউ আক্রান্ত হয়নি। মৃতদের মধ্যে রয়েছে জঙ্গি ও তাদের গাইডরা।

৮. এই অভিযানে মূলত ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার।

৯. সূর্যোদয়ের আগেই ভোর সাড়ে ৪টেয় অভিযান শেষ করে ফিরে আসে সেনাবাহিনী।
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে