বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:২৫:৩৬

ছেলের মৃত্যুর বদলা নিল বন্ধুরা! বাংলার শহিদ বিশ্বজিতের বাবা কী বলছেন?

ছেলের মৃত্যুর বদলা নিল বন্ধুরা! বাংলার শহিদ বিশ্বজিতের বাবা কী বলছেন?

আন্তর্জাতিক ডেস্ক: উরিতে জঙ্গি হামলায় যে ১৮জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন, তার মধ্যে ছিলেন এরাজ্যের দুই জওয়ান বিশ্বজিৎ ঘোড়ই এবং গঙ্গাধর দলুই। ছেলের মৃত্যু পরে অন্যান্য শহিদ পরিবারের মতো দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা বিশ্বজিৎ ঘোড়ইয়ের বাবা রবীন্দ্রনাথ ঘোড়ই ছেলে হারানোর শোকের মধ্যেও ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ভারতীয় সেনার সফল অভিযানের খবর পান। ছেলের মৃত্যুর পরে তার বদলা নিতে ভারত হামলা চালিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গিদের মেরেছে শুনে কিছুটা হলেও যেন স্বস্তি পেলেন শহিদ বিশ্বজিতের বাবা রবীন্দ্রনাথবাবু। বিশ্বজিতের বন্ধু সেনাবাহিনীর সহযোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন সদ্য ছেলে হারানো এই বৃদ্ধ।

‘আমি ভীষণ খুশি যে আমার ছেলের সহযোদ্ধারা ওঁর মৃত্যুকে ভোলেনি। বিশ্বজিতের বন্ধুরা লড়াইয়ে ওঁর মৃত্যুর বদলা নিতে লড়াই করছে, তাতে আমি ভীষণ খুশি। যদি যুদ্ধে আমার আর এক ছেলেকে পাঠাতে হয়, তাহলেও আমি রাজি।’

রবীন্দ্রনাথবাবুর দুই ছেলে। তার মধ্যে ছোট ছেলে বিশ্বজিৎকে তিনি হারিয়েছেন। তা সত্ত্বেও দেশের জন্য নিজের বড় ছেলেকে সেনাবাহিনীর কাজে পাঠাতে রাজি তিনি। উরি হামলার বদলা নেওয়ার সবুজ সংকেত দিয়ে রবীন্দ্রনাথবাবু-সহ শহিদ পরিবারগুলির দেশাত্মবোধকেই হয়তো যথাযথ সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবেলা

২৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/ইসলাম/নাঈম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে