বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৫৬:৪৫

ভারতীয় বাহিনীর হামলার পর যে জবাব দিল পাকিস্তান!

ভারতীয় বাহিনীর হামলার পর যে জবাব দিল পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের শান্তি বিঘ্নিত করছে ভারত। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে গতকাল গোটা রাত হামলা চালায় ভারত। ধ্বংস করে দেয়া হয় জঙ্গিদের বেশ কয়েকটি লঞ্চিংপ্যাড। যদিও, এই আক্রমণের বিরুদ্ধে পাকিস্তানও কড়া অবস্থান নিতে চলেছে বলে খবরে জানা যায়। তাদের অভিযোগ ভারত আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখা চুক্তি লঙ্ঘন করেছে। সেই সঙ্গে তারা যা করছে তা সরাসরি পাকিস্তানের নিরাপত্তায় আঘাত হানছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই ঘটনার সরাসরি নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, 'ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভীমবার, হটস্প্রিং, কেল ও লিপা সহ পাঁচটি এলাকায় হামলা চালিয়েছে। হামলায় মৃত্যু হয়েছে দুই পাকিস্তান সেনা জওয়ানের।'-জিনিউজ
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে