বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:২২:৫৫

পাকিস্তানের একমাত্র বাণিজ্যপথ আরব সাগরে ভারতের সুবিশাল রণসজ্জা

পাকিস্তানের একমাত্র বাণিজ্যপথ আরব সাগরে ভারতের সুবিশাল রণসজ্জা

আন্তর্জাতিক ডেস্ক : উরি হামলার পর একের পর এক মহড়ায় শক্তি প্রদর্শন করছে ভারত ও পাকিস্তান। এবার পাকিস্তানের জল সীমান্তে সুবিশাল মহড়ার আয়োজন করল ভারতীয় নৌসেনা। এই মহড়ার নাম ডিফেন্স অফ গুজরাট এক্সারসাইজ। পাকিস্তানের উপকূলের কাছেই হবে এই মহড়া।

নৌবাহিনীর প্রায় ডজন তিনেক যুদ্ধজাহাজ ও সাবমেরিন অংশ নেবে এই মহড়ায়। থাকবে এয়ারফোর্সের এয়ারক্রাফটও। আরব সাগরই হলো পাকিস্তানের বাণিজ্যের মূল পথ। পাকিস্তানকে ভারতের পক্ষ থেকে কড়া বার্তা দিতে এটা একটা অন্যতম উপায় বলে মনে করছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও গোয়েন্দারা। প্যাট্রল এয়ারক্রাফট, ড্রোনও মোতায়েন করা হবে এই মহড়ায়। থাকবে জাগুয়ারস, Su-30 MKI. গোয়েন্দা সূত্রে খবর, ভারতের সীমান্তে পাকিস্তান তিনটি সেনাবাহিনী মোতায়েন করে রেখেছে। ভারতের হামলার আশঙ্কায় চরম সতর্কতা জারি রয়েছে পাক সীমান্তে।

অন্যদিকে, বঙ্গোপসাগরে চলছে ‘সাগর কবচ’ নামে উপকূলরক্ষী বাহিনীর জোরদার মহড়া। যেখানে সমস্ত রাজ্যে এবং দেশের সমস্ত নিরাপত্তা সংস্থাগুলি অংশ নিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ধরণের ইনফোরমেশন পাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের একটা গুরুত্ব থেকেই থাকে। তাই জন্যে এই মহড়াতে মৎস্যজীবীরাও যোগ দিয়েছে। বুধবার থেকে তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে এই সুবিশাল মহড়া শুরু হয়েছে।-কলকাতা২৪
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে