আন্তর্জাতিক ডেস্ক : ‘ভারতের সঙ্গে পাকিস্তানের এক অদ্ভুত সম্পর্ক’, এই ভাষাতেই ফেসবুক পোস্ট দিলেন এক পাকিস্তানী তরুণী। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরই ফেসবুকে পোস্ট করেন পাকিস্তানের আলিজে জাফের। আর সেই পোস্ট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ২৯ সেপ্টেম্বর এই পোস্ট করেন আলিজে।
তার মতে, দুই দেশ কখনও ভাই-বোনের মত থাকে। আবার কখনও বিচ্ছিন্ন দম্পতির মত ব্যবহার করে। বলিউডের কথাও তিনি তার পোস্টে উল্লেখ করেছেন। বলেছেন, ‘অমিতাভ বচ্চন যখন অসুস্থ হন, তখন আমরা তার সুস্থতার কামনায় দোয়া করি। রণবীর কাপুরের ছবি দেখে আমরা নীতু কিংবা ঋষি কাপুরের থেকেও বেশি খুশি হই।’ আলিজের কথায়, পাকিস্তানের ভাষার শিকড় রয়েছে ভারতে, ভারতের স্মৃতিসৌধ বহন করছে পাকিস্তানের স্মৃতি।
তার পোস্টে রয়েছে যুদ্ধ, উরি, বালোচিস্তান কিংবা কার্গিলের মত ইস্যুও। পাক-ভারতের বর্তমান উত্তেজনার মধ্যও সবথেকে ভালোবাসার বার্তা দিয়েছেন পাকিস্তানের এই তরুণী।
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি