মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ১২:৫৮:৩৮

৬ মাস সময় চায় ভারতীয় সেনাবাহিনী, কি করবে তারা এই সময়ের মধ্যে?

৬ মাস সময় চায় ভারতীয় সেনাবাহিনী, কি করবে তারা এই সময়ের মধ্যে?

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি ধ্বংসে ৬ মাস সময় চেয়েছে ভারতীয় সেনাবাহিনী। তারা বলছে, ছয় মাস সময় দেয়া হলেই ‘জঙ্গি ঘাঁটি’ থেকে ‘জঙ্গি’দের একেবারে নিশ্চিহ্ন করে দেয়া যাবে।

দেশটির শীর্ষ সেনা কর্মকর্তারা এক সাক্ষাতকারে বলেছেন, ভারত তাদের সার্জিকাল স্ট্রাইক জনগণের সামনে প্রকাশ করেছে। বিশ্ব এই অভিযান সম্পর্কে জানতে পেরেছে। গত সপ্তাতে নিয়ন্ত্রণ রেখায় সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনাবাহিনী।

তবে সেনাবাহিনীর তরফ থেকে সরকারকে বলা হয়েছে, এ ধরনের অভিযানে জঙ্গিদের শক্তিকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। এ জন্য মধ্যমপন্থী কিছু পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

সেনাবাহিনীর উর্ধ্বতনদের মতে, কাশ্মিরে নিজেদের প্রতিবিম্ব তৈরির জন্য সব ধরনের প্রস্তুতি নিতে হবে সরকারকে। সীমান্তের বারামুলায় সেনা ঘাঁটিতে রোববার জঙ্গি হামলা চালানো হয়। এ ধরনের হামলা যে কোনো সময় অন্যত্রও চালানো হতে পারে বলে সেনাবাহির তরফ থেকে সতর্ক করা হয়েছে।

এ ধরনের হামলা প্রতিহত করতে পূর্ব পরিকল্পনা এবং নির্ধারিত অভিযান প্রয়োজন বলে মনে করছেন উর্ধ্বতন কর্মকর্তারা।

এক উর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেছেন, আমরা একটি উপযুক্ত অভিযানের জন্যই অপেক্ষা করছি। জঙ্গিদের নেটওয়ার্কে বাধা দেয়া সম্ভব হয়েছে। কিন্তু কিছু অর্জনের জন্য আমাদের অবশ্যই ছয়মাসের মধ্যমপন্থি একটি পরিকল্পনা প্রয়োজন। -টাইমস অব ইন্ডিয়া।
০৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে