বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০৯:২০:২৯

এবার খোদ মোদীর রাজ্যে হামলার ছক!

এবার খোদ মোদীর রাজ্যে হামলার ছক!

আন্তর্জাতিক ডেস্ক: মোদীর রাজ্যে চূড়ান্ত সতর্কবার্তা জারি। গুজরাতের দ্বারকা মন্দিরে জঙ্গি হামলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলি। দ্বারকা ও মন্ডল শহর তাই কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির তরফ থেকে জানানো হয়েছে, দ্বারকা মন্দিরে হামলার ছক কষেছে আইএসআই। আর এই বার্তা আসার পরই নিরাপত্তা জোরদার করা হয় গোটা শহর জুড়ে। উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়। ১২ থেকে ১৫ জন আইএসআই সদস্য গুজরাতে পৌঁছেছে বা পৌঁছতে পারে বলে খবর রয়েছে গোয়েন্দাদের হাতে। দ্বারকা ও মন্ডলেই লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে তাদের।

পরে জানা গিয়েছে, ভারতীয় জলসীমানায় দুটি সন্দেহজনক নৌকা ঢুকে পড়েছে। এই তথ্য পাওয়ার পর নেভি ও মেরিন পুলিশ তৎপরতার বাড়িয়েছে উপকূলে। উল্লেখ্য, গত সপ্তাহে গুজরাত এটিএসের হাতে ধরা পড়েছে জয়েশ-ই-মহম্মদ সদস্য হাসান ইমানুদ্দিন। বিহারের ঔরঙ্গাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কলকাতার আমেরিকান সেন্টারে জঙ্গি হানার ঘটনায় যুক্ত ছিল সে। তাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। বুধবারই গুজরাত উপকূল থেকে ন’জন সহ একটি পাক বোট আটক করা হয়েছে।-কলকাতা২৪
৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে