শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬, ০২:৩১:০৯

জানেন কি করলো এই অটোচালক?

জানেন কি করলো এই অটোচালক?

আন্তর্জাতিক ডেস্ক: রাজ্য সরকার ও পুলিসের কড়া বার্তাই সার। শহরে অটোচালকের তাণ্ডব অব্যাহত। এবার লেকটাউনে ওভারটেক করতে না দেওয়ায় বাসচালককে মারধরের অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে। লেকটাউন ফুটব্রিজের কাছে ঘটনাটি ঘটে। কয়েকজন বাস লক্ষ্য করে ইটও ছোঁড়ে। ইটের আঘাতে জখম হন কয়েকজন যাত্রী। পুলিশ অভিযুক্ত অটো চালককে আটক করেছে। আটক করা হয়েছে তাঁর অটো গাড়ীও। খবর জিনিউজের।

দিন কয়েক আগেই নতুন অটো নীতি এনেছে সরকার। INTTUC পরিচালিত অটো সংগঠনগুলি অটো চালকদের সংযত থাকতে নির্দেশিকাও জারি করে। কিন্তু সেসব যে খাতায় কলমেই থেকে গেছে, এদিনের ঘটনা ফের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল।

০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ফিরোজ/এফএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে