শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬, ০৮:১২:৫৮

পালটা কৌশল গ্রহণ করল কি ভারত?

পালটা কৌশল গ্রহণ করল কি ভারত?

আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে চাপে রাখতে ক্রমশ ইরানের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে কৌশলি পদক্ষেপ নিচ্ছিল পাকিস্তান। সম্পর্ক দৃঢ় করতে তেহরানের সঙ্গে সামরিক সমঝোতা করারও পক্ষে জোরাল সওয়াল করতে শুরু করেছে পাক সামরিক আধিকারিকরা। সেখানে দাঁড়িয়ে এবার পালটা কৌশল ভারতের।  সহযোগিতায় তৈরি ইরানের ছাবাহার বন্দর থেকে প্রথম জাহাজ ভাসল। বন্দরের প্রধান জেটি থেকে একটি জাহাজ এদিন সমুদ্রে পাড়ি দেয়।

১৩ বছর আগে ভারত ছাবাহার বন্দর তৈরির কাজ শুরু করেছিল। প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার ব্যায়ে ভারত এই বন্দরটি তৈরি করেছে। চিন পাকিস্তানের গদর বন্দর তৈরির পালটা হিসাবে ভারত এই পদক্ষেপ করেছিল। ফলে ভারত এক্ষেত্রে চিনকে বেশ পিছনের সারিতে ফেলে দিল বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কারণ, চিন এবং পাকিস্তানকে রীতিমত চাপে রেখে জলপথে বেশ শক্তিশালী হয়ে উঠল ভারত। শুধু তাই নয়, পাকিস্তান এবং চিনের জলপথে যে কোনও ধরণের পদক্ষেপ ভারত সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।-কলকাতা২৪
০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে