বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৫:২৩

ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলা

ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইন্দোরে এক থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে বিজয়নগর পুলিশ থানায় প্রায় ১০০ সেনাসদস্য হামলা চালালে ৫ পুলিশ সদস্য আহত হয়।  এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 পুলিশের এসপি (পূর্ব) ও পি ত্রিপাঠি জানান, কাছাকাছি একটি সামরিক জোন মহু থেকে মোটরসাইকেল এবং গাড়িতে করে এসে সেনারা বিজয়নগর থানায় ভোর পাঁচটার দিকে ঢুকে পড়ে।  তারা থানার বিভিন্ন কামরায় ঢুকে চেয়ার, টেবিল, কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি ভাঙচুর করে।

 সূত্রে প্রকাশ,  বিজয় নগর এলাকায় গভীর রাতে পুলিশ টহল দেয়ার সময় পুলিশ কর্মীদের সঙ্গে কয়েকজন সেনার একটি বারের কাছে তীব্র বিবাদ হয়। আজ ভোরে বিজয়নগর থানায় ভাঙচুর এবং মারপিটের ঘটনা ওই ঘটনার প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা ও পি ত্রিপাঠি জানান, সেনাদের মারপিটের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  সেনা সদস্যরা এক মহিলা পুলিশ সদস্যকেও লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে।

সেনারা বিজয়নগর থানার বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি এবং কিছু ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে তার কাচ ভাঙচুর করে।  তারা এক পুলিশ কর্মীর কাছ থেকে রাইফেলও ছিনিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।  

পুলিশ বলছে, ফৌজি তাণ্ডবের ঘটনায় ৩টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।  পুলিশ কর্মীদের মারধর, মহিলা পুলিশ ইন্সপেকটরের সঙ্গে অভদ্রতা এবং থানায় ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।  

সব ঘটনার তদন্ত শুরু হয়েছে।  সেনাবাহিনীর কর্মকর্তারা ওই পুলিশ থানার কর্মকর্তাদের সঙ্গে পরে সাক্ষাৎ করে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে পৃথক তদন্ত শুরু করেছেন।  সূত্র : রেডিও তেহরান
১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে