মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬, ১০:৪০:০৬

‘এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে জিকা ভাইরাস’

‘এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে জিকা ভাইরাস’

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ায় জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার বড় ধরনের আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে।

ডব্লিউএইচও জানায়, সিঙ্গাপুরে জিকা ভাইরাসের শত শত নমুনা পাওয়া গেছে। এ ছাড়া, থাইল্যান্ডে জিকা ভাইরাসের সঙ্গে সম্পৃক্ত মাথা ছোট হয়ে যাওয়ার দুটি ঘটনা নিশ্চিত করা হয়েছে।

এ পর্যন্ত বিশ্বের ৭০টি দেশে মশাবাহী জিকা ভাইরাস চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৯টি দেশ আছে।

ডব্লিউএইচও এর পরিচালক মার্গারেট চান জানান, জিকা ভাইরাসে নিরোধের উপায় খুঁজতে এখনো কাজ করে যাচ্ছেন বিশেষজ্ঞরা।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ডব্লিউএইচও এর এক বার্ষিক আঞ্চলিক সভায় তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বিজ্ঞানীরা জিকা ভাইরাস বিষয়ে এখনো অনেক জটিল প্রশ্নের উত্তর খুঁজছেন।’

সাধারণ মানুষের ওপর জিকা ভাইরাসের প্রভাব কম হলেও গর্ভবতী নারীদের জন্য এটি ভয়ংকর। গর্ভবতী নারীরা জিকা ভাইরাসে আক্রান্ত হলে তাদের নবজাতকের মাথা ছোট হয়ে যাওয়াসহ মস্তিষ্কের নানা বিকৃতি ঘটে।

আফ্রিকার দেশ উগান্ডায় সৃষ্ট জিকা ভাইরাসের উপস্থিতি এশিয়ায় গত কয়েক দশক ধরেই ছিল। তবে সম্প্রতি এটি ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে বিশ্বের আরো কয়েকটি দেশে এর উদ্বেগজনক উপস্থিতি লক্ষ করা যায়। -বিবিসি।
১১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে