বুধবার, ১২ অক্টোবর, ২০১৬, ১২:৫০:২২

মার্কিন তরুণীর সঙ্গে প্রেমের খেসারত সৌদি তরুণের

 মার্কিন তরুণীর সঙ্গে প্রেমের খেসারত সৌদি তরুণের

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইনে এক মার্কিন তরুণীর সঙ্গে প্রেম করায় চড়া মূল্য দিতে হলো সৌদি আরবের তরুণ আবু সিনকে।

তাদের এ প্রেমালাপকে দেশটির সামাজিক মূল্যবোধের পরিপন্থী কাজ বিবেচনা করে সৌদি ওই যুবককে গ্রেফতার করে সুন্নী প্রধান দেশটির পুলিশ।

গত সপ্তাহে জামিনে বের হয়ে আসলেও সৌদি এ যুবককে পাঁচ বছরের কারাদণ্ড ও একই সঙ্গে আট লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থদণ্ড করা হতে পারে।

ইউনাউ নামে একটি অনলাইন কমিউনিটি ফোরামের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২১ বছর বয়সী তরুণী ক্রিস্টিনার সঙ্গে পরিচয় হয় আবু সিনের।

এরপর থেকেই দু'জনের মধ্যে প্রেমালাপ শুরু হয়। কিন্তু মুসলিম এ দেশটির আইনে কোনও অপরিচিত পুরুষ অপরিচিতা নারীর আলাপচারিতা শাস্তিযোগ্য অপরাধ।

অনলাইনে তাদের সাইবার রোমান্সের সূত্র ধরে গত মাসে আবু সিনকে গ্রেফতার করে সৌদি পুলিশ।
১২ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে