আন্তর্জাতিক ডেস্ক: মিশরের কয়েকটি সামরিক ঘাঁটি লিজ নেওয়ার সিদ্ধান্ত রাশিয়ার। আর সেই কারণে মিশরের সরকারের সঙ্গে আলোচনা শুরু করে দিল রাশিয়া। এর মধ্যে সিদি বারানি শহরের একটি বিমানঘাঁটিও রয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে। এই ঘাঁটিটি একেবারে ভূমধ্যসাগরের কাছে অবস্থিত।
রাশিয়ান স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, সামরিক ঘাঁটি লিজ নেওয়ার বিষয়ে রাশিয়া ও মিশর যদি চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে পারে, তাহলে ২০১৯ সালের মধ্যে মস্কো সিদি বারানি ঘাঁটিটি ব্যবহার শুরু করবে। এই ঘাঁটিকে রাশিয়া বিমানঘাঁটি হিসেবেই ব্যবহার করবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, দু পক্ষ এখনও পর্যন্ত একমত হয়েছে যে, মস্কো ওই ঘাঁটিতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করবে তবে রুশ সেনা মোতায়েন হবে সীমিত সংখ্যক। সূত্রটি দাবি করেছে, মিশরীয় ঘাঁটি সংস্কার ও লিজ নেওয়ার আলোচনা সফলতার সঙ্গেই এগিয়ে চলেছে।
মিশরের সিদি বারানি শহরে ১৯৭২ সাল থেকে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি নৌঘাঁটি ছিল। মার্কিন জাহাজ পর্যবেক্ষণের জন্য ঘাঁটিটি ব্যবহার করত মস্কো। গত সপ্তাহে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, কিউবা ও ভিয়েতনামের পুরনো ঘাঁটিগুলো ব্যবহারের চিন্তা করছে মস্কো। এরপর মিশরে সামরিক ঘাঁটি লিজ নেওয়া সম্পর্কিত খবর প্রকাশ্যে এলো। রাশিয়া বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের ভূ-রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে এবং অবস্থায় প্রতিটি দেশ তার জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে।-কলকাতা২৪
১২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস