আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিরোধিতায় ভারতকে সমর্থন করতে সার্ক সম্মেলন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ। ফলে সার্ক সম্মেলন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এবার নিজেদের মাটি শক্ত করতে বৃহত্তর ‘সাউথ এশিয়া’ তৈরি করার আশা দেখছে পাকিস্তান। আর এই বৃহত্তর সাউথ এশিয়ার মধ্যে চীন ও ইরানের থাকার সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি পাকিস্তানের।
বুধবার পাক সংবাদপত্র ‘ডন’-এ প্রকাশিত খবর অনুযায়ী, গত সপ্তাহে পাঁচদিনের দফরে নিউ ইয়র্কে যায় পাকিস্তানের একটি প্রতিনিধি দল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাক সেনেটর মুশাহিদ হুসেন সৈয়দ বলেন, ‘ইতিমধ্যেই গ্রেটার সাউথ এশিয়া তৈরি হচ্ছে। তার মধ্যে থাকবে চীন, ইরান।’ এর মধ্যে ভারতকেও যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
কাশ্মীরের উরির ভারতীয় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্ক সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত নেন। এরপরই ভারতের পাশে দাঁড়াল আরও তিন দেশ। বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানও সার্ক সামিট বয়কট করার সিদ্ধান্ত নেয়। ফলে পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টায় একধাপ এগিয়ে যায় ভারত। উল্লেখ্য, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন বা SAARC সামিট অনুষ্ঠিত হবে না, যদি আট সদস্যের মধ্যে যে কোনও একটা দেশ নিজেদের সরিয়ে নেয়। -কলকাতা২৪
১২ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম