আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এবার গরুর মাংস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসআপে বার্তা শেয়ার করায় এক মুসলিম যুবককে পুলিশ গ্রেফতার করে পিটিয়ে হত্যা করেছে।
বর্বরোচিত এ ঘটনাটি ঘটেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের জামতারা জেলায়। মিনহাজ আনসারি নামে ওই যুবকের পরিবারের অভিযোগ, গ্রেফতারের পর এক সপ্তাহ ধরে পুলিশ তার ওপর অকথ্য নির্যাতন চালায়।
এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
তবে পুলিশ অভিযোগ অস্বীকার করে বলেছে, গো-মংস নিয়ে 'আপত্তিকর' বার্তা শেয়ার করার 'অপরাধে' আটক আনসারি মস্তিস্কপ্রদাহজনিত রোগে আক্রান্ত ছিল।
নারায়ণপুরা থানার ওসি জানান, ঘটনা যাই হোক এখানে তদন্তকারী কর্মকর্তা এসআই হরিস পাঠকের গাফিলতি খুবই স্পষ্ট।
এজন্য বরখাস্ত করে তার বিরুদ্ধে মুসলিম ওই যুবককে হত্যার অভিযোগে মামলা দেয়া হয়েছে। -এক্সপ্রেস ট্রিবিউন।
১৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম