আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাশে দাঁড়িয়ে ফের পাকিস্তানের নালিশকে নাকচ করে দিল আমেরিকা। স্পষ্ট জানাল, আত্মরক্ষার তাগিদে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে সম্পূর্ণ সমর্থন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। শুধু তাই নয়, পাকিস্তানের দাবি অনুযায়ী আফগানিস্তানের পরিস্থিতির সঙ্গে কাশ্মীরের পরিস্থিতিকে এক করে দেখতে রাজি নয় ওবামা সরকার।
উরি হামলার নিন্দা করে ভারতের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়েছে আমেরিকা। দক্ষিণ এশিয়ার জন্য হোয়াইট হাউজের নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত পিটার ল্যাভয় উরি হামলাকে সীমান্তের ওপার থেকে হওয়া সন্ত্রাসবাদী আক্রমণ বলেই চিহ্নিত করেছেন। এই ভয়ঙ্কর হামলার জবাবে ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, তাকেও সমর্থন জানিয়েছে ওবামা প্রশাসন। তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেহেতু অতীতে তিন তিনবার যুদ্ধ হয়েছে, তাতে ভবিষ্যতে ভারতেরও সতর্ক থাকা উচিত বলে মনে করছে আমেরিকা।
২০১৬ সালেই ভারত যাতে এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ-এ ভারতের জায়গা পাওয়া উচিত বলেই জানিয়েছে আমেরিকা। গত সপ্তাহেই পিটার ল্যাভয়ের সঙ্গে দেখা করে আফগানিস্তানের উদাহরণ দিয়ে কাশ্মীর সমস্যার সমাধান করার প্রস্তাব দিয়েছিলেন নওয়াজ শরিফের প্রতিনিধিরা। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে যেভাবে শান্তি ফিরেছে, সেই পদ্ধতিতেই কাশ্মীরে শান্তি ফেরানোর দাবি জানিয়েছিল পাকিস্তান। যদিও আমেরিকা স্পষ্ট জানিয়েছে, কাশ্মীর এবং আফগানিস্তানের পরিস্থিতি মোটেই এক নয়।-এবেলা
১৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর