শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ০৭:০৩:৫৬

উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ বাঁধলে কে এগিয়ে থাকবে?

উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ বাঁধলে কে এগিয়ে থাকবে?

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমশ উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক উত্তেজনা বাড়ছে দক্ষিণ কোরিয়ার। যেভাবে একের পর পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছেন কিম জঙ উন তাতে উত্তেজনা আরও বাড়বে তা বলাই যা। শুধু দক্ষিণ কোরিয়াই নয়, যেভাবে আমেরিকাকে হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া তাতেও ক্রমশ বাড়ছে উত্তেজনা।

এই অবস্থায় ইতিমধ্যে উত্তর কোরিয়ার কান ঘেঁষে পরমাণুবহনকারী যুদ্ধ বিমান উড়িয়ে নিয়ে গেছে আমেরিকা। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়াতে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক থাড। যা নিয়ে যদিও ইতিমধ্যে তীব্র আপত্তি জানিয়েছে চিন-রাশিয়া। কিন্তু সমস্ত বিষয় নিয়ে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ হলে সমরাস্ত্রে কারা এগিয়ে থাকবে।-কলকাতা২৪
১৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে