শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ০৭:৩৬:৩৬

চিনকে চাপে রাখতে সামরিক শক্তি বাড়াচ্ছে জাপান!

চিনকে চাপে রাখতে সামরিক শক্তি বাড়াচ্ছে জাপান!

আন্তর্জাতিক ডেস্ক: একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন। আর তার জেরেই এবার নিজেদের শক্তিকে আরও ঢেলে সাজাচ্ছে টোকিও। যার প্রাথমিক ধাপ হিসাবে পূর্ব আফ্রিকার সামরিক ঘাঁটির সম্প্রসারণ করতে চলেছে জাপান। মূলত চিনের প্রভাব ঠেকানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করছে জাপান।

টোকিওর সরকারি সূত্র থেকে বলা হয়েছে, জিবুতিতে জাপানের সেনাবাহিনীর ব্যবহৃত ঘাঁটি সম্প্রসারণের অনুমতি স্থানীয় কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। সোমালিয়া উপকূলের এডেন উপসাগরে জলদস্যুদের ওপর নজরদারির জন্য ২০১১ সালে এই ঘাঁটি গড়ে তুলেছিল জাপান সরকার। মার্কিন ক্যাম্প লিমোনিয়ারের পাশেই এটি স্থাপন করা হয়। জাপানের বাইরে এটি দেশের সেনাবাহিনীর প্রথম সামরিক ঘাঁটি।

ঘাঁটিতে ১৮০ জন জাপানি সেনা রয়েছে। নানা অনুশীলনসহ জাপানের সমস্ত সেনা-জওয়ানেরা মার্কিনীদের সঙ্গে কার্যত প্রত্যেকদিনই যৌথ মহড়া চালিয়ে থাকে। এই ঘাঁটি সম্প্রসার করে বিমান অবতরণের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। জরুরি অবস্থায় জাপানি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রয়োজনে এই ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে সরকারিভাবে দাবি করা হচ্ছে। কিন্তু আফ্রিকায় চিন বিনিয়োগ ব্যাপক ভাবে বাড়াচ্ছে। তাই চিনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ঘাঁটি সম্প্রসার করা প্রয়োজন বলে রয়টার্সকে জাপানি সূত্র থেকে জানানো হয়েছে।-কলকাতা২৪৭
১৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে