আন্তর্জাতিক ডেস্ক: শ্রীনগরের কাছেই জাকুরায় সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হানা। এই ঘটনায় আহত হয়েছেন সাত এসএসবি জওয়ান। একটি গাড়ি এসে ‘হিট অ্যান্ড রান’ অ্যাটাক করে জওয়ানদের উপর। বন্দুক হাতে এক জঙ্গি পালিয়ে যায়।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় এই ঘটনা ঘটে। সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে বারবার সীমান্তে হামলা চালানোর চেষ্টা করছে জঙ্গিরা। আর সেই চেষ্টা ব্যর্থ করেছে সেনাবাহিনী। সম্প্রতি প্যাম্পোরে একটি সরকারি ভবনে জঙ্গি ঢুকে পড়ে। প্রায় ৫৭ ঘণ্টার অপারেশন চালিয়ে সেই ভবনকে জঙ্গি মুক্ত করে সেনা।
গত ১৮ সেপ্টেম্বর উরির সেনা ঘাঁটিতে হামলা চালায় একদল পাক জঙ্গি। তারা জয়েশের সদস্য বলে প্রমাণ পাওয়া গিয়েছে। এরপরই সীমান্ত পার করে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনাবাহিনী।-কলকাতা২৪
১৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস