আন্তর্জাতিক ডেস্ক : পাচারচক্রের জাল অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হচ্ছে। এই বিপুল মূল্যের সাপের বিষ উদ্ধারের ঘটনাকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছেন তদন্তকারীরা।
সাপের বিষ-সহ চার পাচারকারীকে গ্রেপ্তার করল ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বেলাকোবা বনবিভাগ। শুক্রবার গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে চার পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলেন বনবিভাগের কর্মকর্তারা। বনবিভাগ সূত্রে খবর, উদ্ধার হওয়া সাপের বিষের বর্তমান বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা।
পুলিশ সূত্রে খবর, বিষ পাচারের খবর আগে থেকে পেয়ে ফুলবাড়ির কাছে পেয়ে ওৎ পেতে ছিলেন বনবিভাগের কর্মীরা। গভীর রাতে ধরা পড়ে অপরাধীরা। অভিযানটির নেতৃত্ব দেন বেলাকোবা রেঞ্জের আধিকারিক সঞ্জয় দত্ত। ধৃতদের নাম সুজয় দাস, বিপুল সরকার, পিন্টু বন্দ্যোপাধ্যায় ও অমল নুবিয়া।
উদ্ধার হওয়া সাপের বিষ এবং পাচারকারীদের দেখাচ্ছে বন দফতরের আধিকারিক সঞ্জয় দত্ত।
ধৃতদের মধ্যে প্রথমতিনজন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। চতুর্থজন মালদহের বাসিন্দা। তবে পাচারকারীরা কোথায় বিষ পাচার করছিল, তা জানা যায়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
পাচারচক্রের জাল অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হচ্ছে। এই বিপুল মূল্যের সাপের বিষ উদ্ধারের ঘটনাকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছেন তদন্তকারীরা। এই পাচারচক্রের সঙ্গে আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। -এবেলা।
১৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম