আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু৷ ভারতের বহু ভাল ও কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মস্কো৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার গোয়ায় ব্রিকস সম্মেলনে এই বার্তাই দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে৷
মোদি বললেন, “দু’জন নতুন বন্ধুর চেয়েও একজন পুরনো বন্ধু অনেক ভাল৷” ব্রিকস সম্মলেনের ফাঁকে এদিন নয়াদিল্লি ও মস্কোর মধ্যে ১৬টি চুক্তি স্বাক্ষরিত হল৷ প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, পারমাণবিক বিদ্যুৎ, স্মার্ট সিটি প্রকল্পে ভারতকে সাহায্য করবে রাশিয়া৷ দুই দেশের যৌথ উদ্যোগে তৈরি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিশন, জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷
পাশাপাশি, মস্কোর সবচেয়ে উন্নত ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ কিনতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মোদি৷ পাঁচটি এস-৪০০ ‘ট্রায়াম্ফ’ ক্ষেপণাস্ত্ররোধী ব্যবস্থা কিনতে প্রায় ৩৩০০ কোটি টাকা খরচ হবে বলে সূত্রের খবর৷ এই ব্যবস্থাটি ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে অন্তত ৩০০টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে সক্ষম৷
একইসঙ্গে তিন ডজন লক্ষ্যবস্তুকে ধ্বংসও করতে পারবে৷ অন্য রাডারে প্রায় ধরাই পড়ে না, এমন ‘স্টিল্থ’ এয়ারক্র্যাফটও এই সিস্টেমের রাডারে ধরা পড়ে যাবে৷ দেশের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ও সরকারি ভবনগুলি এর ফলে নিরাপদ হবে৷
পাক ও চিনা পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণের বিপদ থেকেও অনেকটা নিশ্চিন্ত থাকবে ভারত৷ সন্ত্রাসবাদ রুখতে দুই দেশই পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বলে বার্তা দিয়েছে নয়াদিল্লি ও মস্কো৷ ভারতীয় মাটি যে সন্ত্রাসবাদের থাবায় জর্জরিত সেটা বিলক্ষণ বুঝতে পেরেছে রাশিয়া, জানিয়েছেন মোদি৷
পুতিন তাঁর বক্তব্যে বলেছেন, “দুই দেশের শিল্পপতিরাই দ্বিপাক্ষিক সহযোগিতা, সামরিক ও অসমারিক এবং প্রযুক্তিগত তথ্য আদানপ্রদানে সম্মত হয়েছেন৷” মোদিও জানিয়েছেন, গত চার মাসে ভারতীয় সংস্থাগুলি রাশিয়ার হাইড্রোকার্বন, তেল ও গ্যাস সেক্টরে ৫.৫ বিলিয়ন ডলারের কাছাকাছি লগ্নি করেছে৷ মোদি ও পুতিনের উপস্থিতিতে আজ তামিলনাড়ুর কুড়ানকুলামে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ৩ ও ৪ নম্বর ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়৷
মোদি আরও জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশই ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে৷ বিদেশসচিব এস জয়শঙ্কর এদিন স্পষ্ট করেন, পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতের পাশেই রয়েছে রাশিয়া৷ উরি হামলার বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়ে উঁচু গলায় জঙ্গি হামলার নিন্দা করায় এদিন মস্কোর প্রশংসা শোনা গেল জয়শঙ্করের গলায়৷ স্পষ্টতই, আরব সাগরের তীরে গোয়ায় দু’দিন ধরে যে মেলামেশা সদস্য দেশগুলির মধ্যে হতে চলেছে, তাতে ঘোষিত লক্ষ্যকে ছাপিয়ে নিভৃতে বড় হয়ে উঠতে চলেছে পাকিস্তানকে আরও একঘরে করে তোলার প্রয়াস৷-সংবাদ প্রতিদিন
১৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস