আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় মার্কিন সাইবার হামলার নীলনকশা ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে সিআইএ। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অপ্রত্যাশিত হস্তক্ষেপের জবাবে ওবামা প্রশাসন এক অভূতপূর্ব গুপ্ত সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন গোয়েন্দাদের সূত্র দিয়ে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে, ঠিক কী ধরনের হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে গোয়েন্দাদের কোট করে মার্কিন এই সংবাদপত্র জানাচ্ছে, হামলার ছক পুরোপুরি তৈরি হবে জানানো হয়েছে।-কলকাতা২৪
১৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস