শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬, ১১:২৮:০৭

যুক্তরাষ্ট্রে মসজিদে বোমা হামলার ষড়যন্ত্র ভণ্ডুল, গ্রেফতার ৩ মার্কিনি

যুক্তরাষ্ট্রে মসজিদে বোমা হামলার ষড়যন্ত্র ভণ্ডুল, গ্রেফতার ৩ মার্কিনি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে একটি মসজিদে বোমা হামলার ষড়যন্ত্র ভণ্ডুল করেছে মার্কিন কর্তৃপক্ষ। এ ঘটনায় তিন মার্কিন নাগরিককে হামলার পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি টব বিয়াল এ তথ্য জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত তিন মার্কিন নাগরিক হলেন, কার্টিস অ্যালেন (৪৯) , গেভিন রাইট (৪৯) ও প্যাট্রিক স্টেইন (৪৭)। স্থানীয় সময় শুক্রবার সকালে তাদের কানসাসের লিবারেল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে অ্যালেন ও রাইট লিবারেল এলাকার বাসিন্দা।

অ্যাটর্নি বিয়াল জানান, গ্রেফতারকৃতরা দ্য ক্রুসেডার নামক ডানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর সদস্য। তদন্তকারীরা জানিয়েছেন, ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ব্যাহত না করতে তারা ৯ নভেম্বর মসজিদে বোমা হামলার পরিকল্পনা করছিল। যে মসজিদে হামলার পরিকল্পনা করা হয়েছিল সেখানে সোমালি বংশোদ্ভূত মুসলমানরা নামাজ পড়েন। এফবিআই আট মাস আগে ১৬ ফেব্রুয়ারি এই তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এর নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ জানান, ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ইসলামবিরোধী বক্তব্যের কারণেই যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুসলমানদের প্রতি ঘৃণা জন্মাচ্ছে দেশে।-বাংলা ট্রিবিউন/আল-জাজিরা।
১৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে