রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬, ১২:৪৬:৫৮

সারিকা’র আঘাতে লণ্ডভণ্ড ফিলিপাইন, ঘর ছাড়া ১২ হাজার মানুষ, ২৯০টি ফ্লাইট বন্ধ

সারিকা’র আঘাতে লণ্ডভণ্ড ফিলিপাইন, ঘর ছাড়া ১২ হাজার মানুষ, ২৯০টি ফ্লাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনে রোববার ভোরে আঘাত হেনেছে টাইফুন সারিকা। এতে দু'জন নিহতের খবর পাওয়া গেছে। ১২ হাজারেরও বেশি মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদের মহিলা মুখপাত্র মিনা মারাসিগান বার্তা সংস্থা এএফপি’কে বলেন, কিছু বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, সামান্য ভূমিধস ও বন্যার খবরও পাওয়া গেছে। তবে ক্ষয়-ক্ষতির সার্বিক চিত্র এখনও পাওয়া যায়নি।

রোববার সকালের আগে পূর্বাঞ্চলের উপকূলবর্তী বালের শহরে আঘাত হানার পর সারিকা দ্রুতই দুর্বল হয়ে পড়ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এর প্রভাবে ওই এলাকায় ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদরা জানান, রোববার সকালের দিকে সারিকা প্রধানত পার্বত্য ও কম জনবসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে অগ্রসর হতে পারে এবং বিকেল নাগাদ এটি দক্ষিণ চীন সাগরে অবস্থান করতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, প্রায় সাড়ে ১২ হাজার মানুষ তাদের বাড়িঘর ত্যাগ করে সরকারের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২৯০ টি বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ৬৩টি ছিল আন্তর্জাতিক ফ্লাইট।
১৬ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে