আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুয়িত এলাকায় আত্মঘাতী হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। হামলায় ৪৬ নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। খবর এএফপি, বিবিসির।
বাগদাদের উত্তরাঞ্চলে শাহাব এলাকার শোকানুষ্ঠানে জড়ো হওয়া মানুষের মধ্যে শনিবার এ হামলা চালানো হয়।
পরে এ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিবৃতি দিয়েছে।
ইরাকি বাহিনী আইএসের শক্ত ঘাঁটি মসুল উদ্ধারের চেষ্টার প্রস্তুতির মধ্যে এ হামলার ঘটনা ঘটল।
এক প্রত্যক্ষদর্শী জানান, সেখানে আগতদের মধ্যে মধ্যাহ্নভোজের খাবার বিতরণ করছিলেন তিনি। বিস্ফোরণের পর তার কাছেই মাটিতে ২০ দেহ পড়ে থাকতে দেখেন।
পুলিশ জানিয়েছে, শনিবার পৃথক দু'টি জঙ্গি হামলায় উত্তর বাগদাদে আরও ১২ জন নিহত হয়েছে।
টিকরিট শহরের পূর্বে মালহাতে ফেডারেল পুলিশ অফিসের কাছে আত্মঘাতী বিস্ফোরণে ৮ জন নিহত ও ১১ জন আহত হয়।
আর ইসহাকি এলাকায় স্থানীয় উপত্যকা বাহিনীর গুলিতে দুই জঙ্গি, তাদের স্ত্রী ও তিনটি সন্তান নিহত হয়েছে।
এর আগে জুলাইতে বাগদাদে এক ভয়াবহ বোমা হামলায় তি শতাধিক মানুষ নিহত হয়েছিল।
১৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর