আন্তর্জাতিক ডেস্ক: হাইওয়েই এবার হতে চলেছে রানওয়ে। এমনই উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা ও সড়ক পরিবহন মন্ত্রক। ইতোমধ্যেই দেশের ২২টি হাইওয়েকে রানওয়ে হিসেবে ব্যবহার করার জন্য চিহ্নিত করা হয়েছে।
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গদকড়ি জানিয়েছেন, ‘হাইওয়েগুলি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে সেগুলি এয়ারস্ট্রিপ হিসেবেও ব্যবহার করা সম্ভব হয়। এতে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ বাড়ানো সহজ হবে।’ এই বিষয়ে দুই মন্ত্রকের একটি বৈঠক হবে শীঘ্রই। দুই মন্ত্রকের আধিকারিকদের একটি কমিটিও পুরো বিষয়টা দেখাশোনা করবে। কোন কোন রাস্তাকে এয়ারস্ট্রিপ হিসেবে ব্যবহার করা যেতে পারে সেটা খতিয়ে দেখা হবে। রাস্তাগুলির দৈর্ঘ্য, প্রস্থ সবকিছুই খতিয়ে দেখা হবে ওই কমিটির কাজ। আধিকারিকরা জানিয়েছেন, যে ২২টি রাস্তাকে চিহ্নিত করা হয়েছে সেগুলি ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে।
গত অগাস্টে রাজস্থানে এই ধরনের এয়ারপোর্ট তৈরি করা কথা ঘোষণা করেছিলেন গদকড়ি। একই রকম পরিকল্পনা রয়েছে অরুণাচল প্রদেশ, মেঘালয় ও অন্যান্য সীমান্তবর্তী জেলায়। ওইসব জায়গায় রাস্তাগুলি এয়ারস্ট্রিপ হিসেবে ব্যবহার করা হবে। আবার পরে গাড়ি চলাচলের জন্যও ব্যবস্থা থাকবে। প্রত্যন্ত এলাকাকে বিমান পরিষেবার আওতায় আনতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। রিজিওনাল কানেকটিভিটি স্কিমের আওতায় চলছে এই উদ্যোগ। এই স্কিমের আওতায় ১ ঘণ্টার বিমান যাত্রায় টিকিটের দাম ২৫০০ তাকা করা হবে। যেসব জায়গায় পরিষেবা নেই, তাদের জন্যই এই দামের টিকিট দেওয়া হবে। বর্তমানে ৩৯৪টি এলাকায় কোনও বিমান পরিষেবা নেই ভারতে।-কলকাতা২৪
১৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস