সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ১১:৩৩:৫০

আগামী ৩৫ বছরে কাজ হারাবেন ৭০ লাখ ভারতীয়, দুশ্চিন্তায় যুবকরা

আগামী ৩৫ বছরে কাজ হারাবেন ৭০ লাখ ভারতীয়, দুশ্চিন্তায় যুবকরা

এক্সক্লুসিভ ডেস্ক : জনসংখ্যা বৃদ্ধি এবং কাজের সুযোগ হ্রাস পাওয়ার পরিণাম খুব সহজবোধ্য— বেকারত্ব ও কাজ হারানো মানুষের সংখ্যা বৃদ্ধি। একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এল একটি গভীর উদ্বেগজনক তথ্য।

জানা গেল, প্রতিদিন ভারতে সাড়ে পাঁচশো করে চাকরি অবলুপ্ত হচ্ছে। এবং এমনটা যদি চলতে থাকে তাহলে ২০৫০ সালের মধ্যে ভারতে প্রায় ৭০ লক্ষ ভারতীয় কর্মহীন হয়ে পড়বেন।

এই কর্মসংকোচের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কৃষক, ছোট ব্যবসায়ী, চুক্তিবদ্ধ শ্রমিক এবং নির্মাণকর্মীরা। দিল্লি নির্ভর সামাজিক সংস্থা প্রহার তাদের একটি সমীক্ষার ফল হিসেবে এই তথ্য জানিয়েছে।

লেবার ব্যুরোর প্রকাশিত একটি তথ্য নিজেদের রিপোর্টের অন্তর্ভুক্ত করে সংস্থাটি তাদের রিপোর্টে জানিয়েছে, ২০১৫ সালে ভারতে নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে মাত্র ১.৩৫ লাখ। ২০১১ এবং ২০১৩ সালে নতুন চাকরি তৈরি হয়েছিল যথাক্রমে ৯ লাখ এবং ৪.১৯ লাখ। অর্থাৎ নতুন চাকরি তৈরির পরিমাণ ক্রমশ কমছে।

রিপোর্টির বিস্তারিত বিশ্লেষণে জানানো হয়েছে, প্রতিদিন সাড়ে পাঁচশো কাজ লোপ হওয়ার অর্থ ২০৫০ সালের মধ্যে ৭০ লক্ষ কাজ লুপ্ত হওয়া। কিন্তু ততদিনে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাবে প্রায় ৬০ কোটির মতো। ফলে বর্তমান যুব সম্প্রদায়ের কর্মহীনতার সম্ভাবনা ক্রমশ বাড়ছে।

ভারতের কর্মক্ষেত্রে এখনও অসংগঠিত ক্ষেত্রেরই প্রাধান্য। মোট ৪৪ কোটি মানুষ অসংগঠিত ক্ষেত্র থেকে জীবিকা নির্বাহ করেন। আর সংগঠিত ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত রয়েছেন মাত্র ৩ কোটি মানুষ। কাজের সুযোগ হ্রাস পেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এই অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষরাই।

জনসংখ্যা বৃদ্ধি এবং কাজের সুযোগ হ্রাস পাওয়ার পরিণাম খুব সহজবোধ্য— বেকারত্ব ও কাজ হারানো মানুষের সংখ্যা বৃদ্ধি। সরকার যদি এখনই সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে এই অবস্থার মোকাবিলা না করে তাহলে ভবিষ্যতে গুরুতর সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। -এবেলা।
১৭, অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে