আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশ গবেষণার জন্য ২ নভোচারী পাঠিয়েছে চীন। উত্তর চায়নার জিওকুয়ান উপগ্রহ নিক্ষেপণ কেন্দ্র থেকে তারা মহাকাশে ভ্রমণ শুরু করেন। তাদেরকে বহনকারী মহাকাশযানটির নাম হলো শেনঝু-১১। সোমবার স্থানীয় সময় ৭.৩০টা (গ্রিনিচ সময় ২৩:৩০)তে মহাকাশযান শেনঝু-১১ মহাকাশে ভ্রমণ শুরু করে।
এই মহাকাশ অভিযানে যে দুজন নভোচারী যাচ্ছেন তারা হচ্ছেন জিং হাইপেং (৪৯) ও চেং ডং (৩৭)। জি হাইপেং এর আগে দুবার মহাকাশ ভ্রমণ করেছেন। তারা তিয়াংগং-২ মহাকাশ গবেষণাগারে ৩০ দিন কাটিয়ে আসবেন।
ভবিষ্যতে চাঁদ বা মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে মহাকাশে এসব অভিযান পরিচালনা করছে চীন। মহাকাশ স্টেশনে গবেষণাকালে তারা দেখবেন মহাকাশে চারাগাছের বৃদ্ধি কেমন? নিজেদের শরীরে আলট্রাসাউন্ড প্রযুক্তিও ব্যবহার করবেন।
মহাকাশে এই অভিযান পরিচালনাটি চীনের জনগণের মধ্যে আনন্দ ও গর্ব নিয়ে এসেছে। চীনে বিদেশি গণমাধ্যম সহজে প্রবেশাধিকার না পেলেও এই অভিযানটি পরিচালনার মিলিটারি বেইসে বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ করা হয়েছে।-বিবিসি
১৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস