বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০৮:২৮:১০

‘পাকিস্তানে হামলা চালাতে চেয়েছিল ভারত’

‘পাকিস্তানে হামলা চালাতে চেয়েছিল ভারত’

আন্তর্জাতিক ডেস্ক : ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে হামলা চালাতে চেয়েছিল ভারত। এমন দাব করেছেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খুরশীদ মাহমুদ কাসুরি।

ইন্ডিয়া টুডের টু দ্য পয়েন্ট প্রোগ্রামের পরিচালক করণ থাপারের সঙ্গে আলোচনার সময় এ সব তথ্য প্রকাশ করেন কাসুরি। তিনি জানান, ওই সময় একটি মার্কিন প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করে। তারা ওই তথ্য তাকে জানান।

টু দ্য পয়েন্ট প্রোগ্রামকে কাসুরি বলেন, মার্কিন ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিনেটর জন ম্যাককেইন। এ ছাড়া রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্রুকও ওই দলে ছিলেন।

কাসুরি বলেন, প্রতিনিধি দলটি তাকে জানায় যে, মুম্বাই হামলার কারণে ভারত পাঞ্জাবের মুরিদকি শহরে লস্কর-ই-তৈয়্যবা এবং জামাতুত দাওয়াকে লক্ষ্য করে বিমান হামলার পরিকল্পনা করছে।

পাকিস্তানের সাবেক ওই পররাষ্ট্রমন্ত্রী জানান, লাহোরে অনুষ্ঠিত বৈঠকে তিনি প্রতিনিধি দলকে বলেন, তাদের মাটিতে কোনো হামলা হলে পাক সেনাবাহিনীও তার যথাযথ জবাব দেবে।

কাসুরির লেখািআত্মজীবনীমূলক বই ‘নেইদার এ হক নর এ ডাভ’ (হয় বাজপাখি না হয় ঘুঘু) গত মাসে পাকিস্তানে প্রকাশিত হয়। বইটি ভারতে প্রকাশিত হওয়ার আগেই এ সব তথ্য প্রকাশ করলেন কাসুরি।

উল্লেখ্য, ২০০৮ সালের নভেম্বর মাসে ভারতের মুম্বাইয়ে ওই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীসহ ১৮৩ জন লোক নিহত এবং তিন শতাধিক লোক আহত হন। সূত্র: ইন্ডিয়া টুডে টেলিভিশন
০৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে