সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৪৪:৪২

কম দামে কয়েকটি সেরা স্মার্টফোন যাদের আছে পানির বিরুদ্ধে সুরক্ষাব্যবস্থা

কম দামে কয়েকটি সেরা স্মার্টফোন যাদের আছে পানির বিরুদ্ধে সুরক্ষাব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক : বর্ষাকাল মানেই রাস্তায় পানি, ভেজা হাত, আচমকা বৃষ্টি। এই সময়ে অনেকেরই স্মার্টফোন ভিজে নষ্ট হয়ে যায়। কিন্তু একটু সচেতনতা আর সঠিক ফোন বেছে নিতে পারলেই আপনি থাকতে পারেন নিশ্চিন্ত। 

বাজারে এমন কিছু বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন রয়েছে যেগুলোতে রয়েছে পানির বিরুদ্ধে সুরক্ষাব্যবস্থা। চলুন জেনে নিই ১০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে বৃষ্টিতে ব্যবহার উপযোগী কিছু মডেল।

১. Samsung Galaxy A14 (4G/5G)

দাম: প্রায় ১৭,০০০–২২,০০০ টাকা

IP Rating: IP52 (ছিটেফোটা পানি থেকে সুরক্ষা)

বিশেষত্ব: ৬.৬ ইঞ্চি FHD+ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি (৫০০০ mAh), Exynos/Dimensity চিপসেট

উপযোগী কেন? হালকা বৃষ্টি বা ভেজা হাতে টাচে সমস্যা হয় না। গরিলা গ্লাস থাকায় স্ক্র্যাচও কম পড়ে।

২. Xiaomi Redmi Note 13

দাম: প্রায় ২২,০০০–২৬,০০০ টাকা

IP Rating: IP54 (ধুলো ও পানির ছিটেফোঁটা প্রতিরোধী)

বিশেষত্ব: AMOLED ডিসপ্লে, ১০৮MP ক্যামেরা, Snapdragon 685 প্রসেসর

উপযোগী কেন? রেইন কভার বা পাউচ ছাড়া হালকা বৃষ্টিতে ব্যবহারযোগ্য। পারফরম্যান্স ও ক্যামেরা উভয়েই ভালো।

৩. Infinix Zero 30 (4G)

দাম: প্রায় ২২,০০০ টাকা

IP Rating: IP54

বিশেষত্ব: ৫০MP সেলফি ক্যামেরা, ৬৮W ফাস্ট চার্জিং, ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে

উপযোগী কেন? যারা ভিডিও/ভ্লগ করেন, তাদের জন্য বর্ষাতেও কার্যকর। হালকা পানিতে টিকে থাকার সক্ষমতা রয়েছে।

৪. Tecno POVA 6 Pro 5G

দাম: প্রায় ২৭,০০০ টাকা


IP Rating: IP53

বিশেষত্ব: ৬০১০ mAh ব্যাটারি, Dimensity 6080 চিপসেট, ৭০W চার্জিং

উপযোগী কেন? ভারি গেমিং বা ভিজা হাতে ব্যবহারেও ভালো পারফরম্যান্স দেয়।

৫. Motorola G73 5G

দাম: প্রায় ২৮,০০০ টাকা

IP Rating: IP52

বিশেষত্ব: Stock Android, MediaTek Dimensity 930, ৮GB RAM

উপযোগী কেন? যারা ক্লিন ইউআই ও ডিউরেবিলিটি চান, তাদের জন্য বৃষ্টিতে ভালো অপশন।

বোনাস: iPhone SE 2020 (Used / Refurbished)

দাম: প্রায় ২৮,০০০–৩০,০০০ টাকা (Used বাজারে)

IP Rating: IP67 (১ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত টিকে থাকে)

উপযোগী কেন? যদি অ্যাপল ব্র্যান্ড পছন্দ করেন এবং পুরনো ফোনে আপত্তি না থাকে।

যা খেয়াল রাখবেন

IP52/54 মানে পুরোপুরি ওয়াটারপ্রুফ নয়, বরং হালকা ছিটেফোটা পানিতে সহনীয়। ভারি বৃষ্টিতে ফোন ব্যবহারে রেইনকভার ব্যবহার করা জরুরি।

যেকোনো ফোনেই পানি ঢুকে গেলে দ্রুত বন্ধ করে শুকনো কাপড়ে মুছে ফেলা উচিত।

বাজেট সীমিত হলেও কিছু ফোন রয়েছে যেগুলো বর্ষাকালের ঝামেলা কিছুটা হলেও এড়াতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, পানির ক্ষতি অনেক সময় ওয়ারেন্টিতে কাভার হয় না—তাই সাবধানতা শ্রেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে