মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬, ০৯:৪৩:১২

পাকিস্তানের হাতে আক্রান্ত ভারতীয় সেনা!

পাকিস্তানের হাতে আক্রান্ত ভারতীয় সেনা!

আন্তর্জাতিক ডেস্ক : সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। পাকিস্তানের মাটিতে গিয়ে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যম যেমন টিভি, সংবাদপত্রে এই ভিডিওটিকে ব্যবহার করা হয়। যেখানে দাবী করা হয়, পাকিস্তান নাকি ভারতীয় সেনার উপর হামলা করেছে। আর তাতে বিধ্বস্ত সেনা। শুধু তাই নয়, ভিডিওতে দেখা যাচ্ছে সেনা-জওয়ানেরা জলের জন্যে আর্তনাদ করছে। পাক বিভিন্ন সংবাদমাধ্যমে তা দেখিয়ে দাবী করা হয়, পাক সেনার হামলার জন্যেই জলের জন্যে আর্তনাদ করছে জওয়ানেরা।

যদিও এই ভিডিও একেবারে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেনার তরফে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি। এমনকি, সার্জিক্যাল স্ট্রাইকের সময় কোনও ভারতীয় সেনাই আহত হয়নি বলে সেনাবাহিনীর তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র কুৎসা করে অপপ্রচার করা হচ্ছে। এজন্যে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি সেনার একাংশের।

তথ্য বলছে, এই ভিডিওটি সিআরপিএফের উপর মাওবাদী হামলার সময়কার। তাও আজ থেকে চারবছর পুরনো। মাও হামলার পর ২০১২ সালে এই ভিডিওটি আপলোড করা হয় ইউটিউবে। আর সেই ভিডিওটিকে বিভিন্ন সংবাদমাধ্যমে চালিয়ে নিজেদের সেনাবাহিনীর কৃতিত্ব নিচ্ছে পাকিস্তান। -কলকাতা২৪।
১৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে