শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৮:১৭

বিহারের রাজ্য ভোটে এগিয়ে বিজেপি

বিহারের রাজ্য ভোটে এগিয়ে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে ভোটের বাদ্যি বেজে গেছে। চলছে একের পর এক সমীক্ষা। ইন্ডিয়া টুডে–সিসেরোর সমীক্ষা বৃহস্পিতিবার এগিয়ে রাখলো বি জে পি জোটকে। ২৪৩ আসনের বিধানসভায় ১২৫টি আসন দেওয়া হয়েছে তাদের। উল্টো দিকে লালু–নীতীশ–কংগ্রেসের মহাজোটকে দেওয়া হয়েছে ১০৬ আসন। অন‍্যদের দেওয়া হয়েছে ১২টি আসন।

ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী জেডি (ইউ) পেতে চলেছে ৪০ শতাংশ ভোট, যা গতবারের তুলনায় প্রায় ১০ শতাংশ কম। ফলে আসনও কমছে ৩৫টি। অন্যদিকে বিজেপি পেতে চলেছে ৪২ শতাংশ ভোট। যা গত বারের চেয়ে ১৮ শতাংশ বেশি। তবে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি, বলা হয়েছে সমীক্ষায়।

বিহারের মুখ্যমন্ত্রী পদের পছন্দে দেখা যাচ্ছে এগিয়ে বিজেপি নেতা নীতীশ কুমারই। মতদাতাদের ২৯ শতাংশের পছন্দ তাকে। রামবিলাস পাসোয়ানকে পছন্দ ৭ শতাংশের। লালুুকে চান ১২ শতাংশ মতদাতা, যদিও লালু ভোটে দাঁড়াতেই পারছেন না। বিজেপি জোট এখনও মুখ্যমন্ত্রী পদে কাউকে তুলে ধরতে পারেনি। আসন বণ্টনও হয়নি। এ মাসের ৫–৬ তারিখে নেওয়া হয়েছে এই সমীক্ষা। এর আগে একাধিক সমীক্ষা এগিয়ে রেখেছে নীতীশ–লালুর জোটকে।

১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে