মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬, ১২:২৫:০১

দাদু ছিলেন ভারতীয় সেনা জওয়ান! নাতি আইএস জঙ্গি

দাদু ছিলেন ভারতীয় সেনা জওয়ান! নাতি আইএস জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রচ্যের জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ যে ধরপাকড় চালাচ্ছে, তাতে গ্রেফতার হয়েছিল দেশটির মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা আজহার ইকবাল। ২৪ বছর বয়সি আজহারকে এবছরের ফেব্রুয়ারি মাসে ভোপাল থেকে গ্রেফতার করেছিল এনআইএ।

কিন্তু এই আজহারের পরিবার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে এনআইএ তদন্তকারীরা যে তথ্য পেয়েছেন, তা চমকে দেওয়ার মতোই। আইএসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা আজহারের দাদু মেহমুদাল হাসান ভারতীয় সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পরে সরকারের থেকে ৬০ একর জমিও পেয়েছিলেন তিনি। সেই জমিটি এখনও আজহারের পরিবারের কাছেই রয়েছে। আজহারের পরিবারও কখনও কারও সঙ্গে কোনওরকম বিবাদে জড়ায়নি বলেই তদন্তকারীরা জানতে পেরেছেন। গত বছর এপ্রিল মাসে আইসিস-এর সঙ্গে তার যোগাযোগ হয়েছিল বলে জেরা স্বীকার করেছে আজহার।

উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে আইএসের একাধিক বৈঠকে অংশগ্রহণ করেছিল আজহার। ক্লাস ফাইভ পর্যন্ত স্থানীয় একটি স্কুল পড়াশোনার পরে মাদ্রাসায় ভর্তি হয় আজহার। আজহারের দুই ভাই এবং পাঁচ বোন রয়েছে। নিজের গ্রামেও খুব কম আসত আজহার। অধিকাংশ সময়েই গ্রামের বাইরে থাকত সে। গ্রেফতারের পরে আজহারকে ভোপালে এনআইএ-র বিশেষ আদালতে তোলা হয়েছিল। সেখানে বিচারকের সামনে কেঁদে ফেলে সে। -এবেলা।
১৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে