আন্তর্জাতিক ডেস্ক : ব্রিকস সম্মেলন শেষ হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সমর্থনে বক্তব্য দিয়েছে চীন। ওই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে সন্ত্রাসের জন্মদাতা হিসেবে তুলে ধরার প্রেক্ষিতে চীনের রাজধানী বেইজিংয় আজ মঙ্গলবার সরকারিভাবে এক বিবৃতিতে পাকিস্তানকে সমর্থন দিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইং বলেছেন, 'সন্ত্রাসবাদকে কোনো একটা বিশেষ দেশ, ধর্ম বা জাতির সঙ্গে জুড়ে দেখতে চায় না বেইজিং। সবাই জানে, ভারত আর পাকিস্তান— দুই দেশই সন্ত্রাসের শিকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে পাকিস্তান অনেক পদক্ষেপ গ্রহণ করছে, অনেক মূল্য দিতে হচ্ছে তাদের।’
পাকিস্তানের এই ভূমিকাকে ‘আন্তর্জাতিক মহলের সম্মান জানানো উচিত’ বলেও মন্তব্য করেন তিনি।
সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানকে যখন একঘরে করার কৌশল নিয়েছে নয়াদিল্লি। সেই সময়ে ইসলামাবাদ সম্পর্কে বেইজিংয়ের এই ব্যাখ্যা মোদি সরকারের সামনে বড় একটি কূটনৈতিক ধাক্কা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘চিনের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত ও পাকিস্তান। তাই চীন মনে করে, এই দুই দেশই আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়গুলির সমাধান করবে এবং শান্তিপূর্ণভাবে দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রতিষ্ঠা করবে।’
চীনা সরকার অবশ্য নিজে থেকে এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।
নরেন্দ্র মোদি পাকিস্তানকে সন্ত্রাসের জননী হিসেবে তুলে ধরার প্রেক্ষিতে আজ বেইজিংয়ে সাংবাদিকেরা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইং।
১৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম