মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬, ০২:২৩:৩৫

চীনকে পাশে পেয়েই সেনাপ্রধানকে জরুরি বৈঠকে ডাকলেন নওয়াজ

চীনকে পাশে পেয়েই সেনাপ্রধানকে জরুরি বৈঠকে ডাকলেন নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে বৈঠক জরুরি বৈঠকে বসলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

গোয়াতে ৮ম ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের জনক’ বলে অভিহিত করেছিলেন। এই পরিপ্রেক্ষিতে উল্টো পথে হেঁটেই ইসলামাবাদকে সমর্থন করে বিবৃতি দেয় বেজিং।

বিবৃতিতে বেজিংয়ের তরফে বলা হয়েছে, পাকিস্তান ও ভারত দু দেশই সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাকিস্তান ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে এবং বড় মাপের আত্মত্যাগ করেছে। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র বিবৃতিতে আরও বলেন, বেজিং মনে করে পাকিস্তানের এই ভূমিকাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জানানো উচিত। এছাড়া, সন্ত্রাসবাদের সঙ্গে বিশেষ কোনও জাতিগোষ্ঠী, দেশ বা ধর্মকে জড়িত করার বিরোধিতা করে চিন। এই ক্ষেত্রে একেবারে চিনের ভূমিকা অবিচল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

চীনের এহেন বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নওয়াজ শরীফ জরুরি বৈঠক ডাকেন। পাক প্রধানমন্ত্রী এবং জেনারেল রাহিলের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠকে দেশের নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, পাক প্রধানমন্ত্রী সীমান্তের নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের কাছ থেকে বেশ কিছু তথ্য নেন। -কলকাতা২৪।
১৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে