আন্তর্জাতিক ডেস্ক: আপৎকালীন পরিস্থিতিতে দেশের যে কোনও জাতীয় সড়কের উপর যাতে যুদ্ধবিমান নামতে পারে তার প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই দেশটির কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রণালয় বিভিন্ন জাতীয় সড়কের উপর ২২টি জায়গাকে চিহ্নিত করার খবর এল।
কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি এদিন জানান, প্রতিরক্ষামন্ত্রকের কাছ থেকে জাতীয় সড়কের উপর এয়ারস্ট্রিপ তৈরি করার প্রস্তাব এসেছে। প্রতিরক্ষামন্ত্রক চায়, জাতীয় সড়কগুলির কিছু কিছু অংশ এমনভাবে তৈরি করা হোক যাতে প্রয়োজনের সময় ওই অংশকে বিমানঘাঁটি হিসাবে ব্যবহার করা যেতে পারে। জাতীয় সড়কের যে অংশ এয়ারস্ট্রিপ হিসাবে ব্যবহৃত হবে সেই অংশকে একটু বিশেষভাবে তৈরি করা প্রয়োজন। নির্দিষ্ট অংশে অ্যাসফল্টের আস্তরণ অন্যান্য অংশের চেয়ে পুরু হতে হবে। তলায় দিতে হবে কংক্রিটের ভিত। যে কোনও সময় যাতে যুদ্ধবিমান অবতরণ করানো যায় তার জন্য সেখানে সিগন্যালিং ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরিকাঠামো তৈরি রাখাও প্রয়োজন। দেশের যে অংশে বিমানঘাঁটি নেই যুদ্ধের সময় সেই সব এলাকা থেকেও বায়ুসেনা যাতে কাজ চালাতে পারে তার জন্যই এই পরিকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় সড়কের উপর এয়ারস্ট্রিপ তৈরির জন্য প্রতিরক্ষা ও সড়ক পরিবহণমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে বলে সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে। গড়করি জানিয়েছেন, খুব শীঘ্রই পরিবহণমন্ত্রক ও প্রতিরক্ষামন্ত্রকের মধ্যে একটি বৈঠক হবে৷ দেশের ঠিক কোন কোন জায়গায় জাতীয় সড়কের উপর এয়ারস্ট্রিপ তৈরি হবে ওই বৈঠকেই সেটা চূড়ান্ত করা হবে৷ রাজস্থানে জাতীয় সড়কের উপর এ ধরনের একটি এয়ারস্ট্রিপ রয়েছে৷ প্রয়োজন হলে যান চলাচল নিয়ন্ত্রণে এনে সেখানে যুদ্ধবিমান নামানো যায়৷ উত্তরপ্রদেশের মথুরার কাছে যমুনা এক্সপ্রেস ওয়েতেও পরীক্ষামূলকভাবে যুদ্ধবিমান মিরাজ-২০০০ নামানো হয়েছে৷ যমুনা এক্সপ্রেস ওয়েতেও অত্যাধুনিক যুদ্ধবিমান মিরাজ-২০০০ ওঠানামার ক্ষেত্রে সমস্যা হয়নি।
বর্তমানে বায়ুসেনার পাঁচটি অপারেশনাল কমান্ড রয়েছে৷ প্রতিটি কমান্ডই তাদের এলাকায় জাতীয় সড়কের উপর এয়ারস্ট্রিপ তৈরির জন্য জায়গা চিহ্নিত করার কাজ শুরু করেছে৷ তবে কোন কোন জাতীয় সড়কের উপর এই এয়ারস্ট্রিপ তৈরি হবে তা জানানো হয়নি৷ পশ্চিমবঙ্গ, রাজস্থান, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, অসম, অরুণাচলপ্রদেশ, মেঘালয়-সহ আরও কয়েকটি রাজ্যে জাতীয় সড়কের উপর এই এয়ারস্ট্রিপ তৈরির জন্য জায়গা চিহ্নিত হয়েছে বলে খবর।
১৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম