আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরের উরি সন্ত্রাস বা সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে নানা ধরনের স্ট্র্যাটেজি নিয়ে চলেছে পাকিস্তান। কখনও ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, কখনও কূটনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা আবার কখনো চাঁপে ফেলার পরিকল্পনা দিয়েছে পাকিস্তান সরকার। এবার নওয়াজ শরিফকে সম্পূর্ণ অন্য রকম কৌশল নিতে পরামর্শ দিল সেখানকার সেনেট কমিটি। ১৩ জন সদস্যের ওই কমিটি এবার সাম্প্রদায়িকতাকেই অস্ত্র করার পরামর্শ দিয়েছে বলে দাবি করেছে ভারতীয় একটি গণমাধ্যম।
এক প্রতিবেদনে বলা হয়েছে, পাক সরকারকে এই বিষয়ে বিশেষ গাইডলাইন দিয়েছে ১৩ জন সদস্যের ওই কমিটি। সেখানে ধর্ম ও বর্ণবিদ্বেষমূলক উস্কানি দেওয়ার পরামর্শ দিয়েছে নওয়াজ শরিফকে। যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানুষকে উত্যক্ত করা যায়। দলিত কিংবা অসন্তুষ্ট মুসলিমদের উত্যক্ত করতে বলা হয়েছে। সেনেট কমিটির তরফে বলা হয়েছে, ‘পাকিস্তানের উচিৎ বিদেশে বসবাসকারী পাকিস্তানিদের এই কূটনীতিতে কাজে লাগানো। যাতে বিশ্বের দৃষ্টিভঙ্গি পাল্টানো সম্ভব হয়।’ পাকিস্তানকে একঘরে করে দেওয়ার যে প্রচেষ্টা চলছে তা যেভাবেই হোক আটকাতে চাইছে এই কমিটি।
এতে আরও বলা হয়েছে, ওই গাইডলাইনে ২২টা পয়েন্ট দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে ভারতের খামতিগুলো খুঁজে বের করতে হবে পাকিস্তানকে। মুসলিম, শিখ, খ্রিস্টান, দলিত এমনকি মাওবাদীদের ইস্যুগুলোকে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে। মোদীর বালোচিস্তান ইস্যুকে পাল্টা দেওয়ার জন্য এই পন্থা নিতে বলা হয়েছে। আরএসএসের ‘হিন্দুত্ব’ পলিসিকেও টার্গেট করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, কমিটি তৈরি হওয়ার দিন কয়েক আগেই পাক সেনেটে একটি হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানিকে সমর্থন করার সিদ্ধান্ত গৃহীত হয়। গত ৮ জুলাই ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয় ওই হিজবুল নেতার। পাক সেনেটের ওই কমিটির রিপোর্ট পাওয়া গিয়েছে ওয়েবসাইটে। -কলকাতা২৪।
১৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম