আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গভীর রাতে পরপর দু’বার পাকিস্তানি সেনাদের একটানা গুলির খবর পাওয়া গেছে। সোমবার রাতে কাশ্মীরের রাজৌরি ও নৌসেরায় গুলি চালায় পাক সেনা। সারা রাত ধরে চলে গোলাবর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এক প্রতিবেদনে সেনা সূত্রে কবরাত দিয়ে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে আটটা থেকে রাজৌরি ও নৌসেরা সেক্টরে গুলি চালানো শুরু করে পাকিস্তান। গোলাগুলি চলে প্রায় রাত দেড়টা পর্যন্ত। এরপর আবার দফায় দফায় গুলি এবং গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। শুধু তাই নয়, সোমবার রাতে ৮২ এমএম-এর মর্টারও নৌসেরা সেক্টর লক্ষ্য করে পাকিস্তান থেকে ছোঁড়া হয় বলে জানা গেছে।
যদিও, ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। কিন্তু, লাগাতার গুলি এবং মর্টার ছোঁড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নৌসেরা সেক্টরে টহলদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সেনা। রবিবার রাতে পাক সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির জেরে প্রাণ হারান সুধীশ কুমার নামে এক জওয়ান। রবিবার রাতে রাজৌরির সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানি সেনা গুলি চালানো শুরু করলে, ভারতও তার পালটা জবাব দেয়। কিন্তু, আচমকাই, বছর ২৪-এর সুধীশের গায়ে গুলি লাগে এবং, ঘটনাস্থলেই ওই সেনা জওয়ান নিহত হন। -কলকাতা২৪।
১৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম