মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬, ০৪:২৪:৩০

ভারতে চোরাগোপ্তা হামলা চালিয়েই যাচ্ছে পাকিস্তান

ভারতে চোরাগোপ্তা হামলা চালিয়েই যাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : মুখে পাকিস্তানের পক্ষ থেকে যাই বলা হোক, ভিতরে ভিতরে কিন্তু একেবারেই উল্টোকাজ করে যাচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর চোরাগোপ্তা হামলা চালিয়েই যাচ্ছে পাকিস্তান। তার কোনও বিরামই নেই। খবর জিনিউজের।

রোববারের পর সোমবারও ফের বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করলো তারা। সীমান্তের ওপার থেকে, ভারতের জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নওসেরা সেক্টর লক্ষ্য করে ছুটে এলো গুলি, মর্টার।

তা দেখে চুপ করে বসে থাকেননি ভারতীয় সেনারাও। পাল্টা গুলি, মর্টার ছোড়ে ভারতীয় সেনারাও। রাত সাড়ে আটটা থেকে দেড়টা পর্যন্ত লাগাতার দুপক্ষে গুলি বিনিময় চলে। এখনও পর্যন্ত অবশ্য হতাহতের কোনও খবর অনুষ্ঠানিক ভাবে জানায়নি কোন পক্ষ।

১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে